গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিন সকালে, হামাসের সামরিক শাখার মুখোশধারী সদস্যরা সাদা পিকআপে তাদের পতাকা ও স্বয়ংক্রিয় রাইফেল হাতে শহরের রাস্তায় টহল দেয়। ১৫ মাসের যুদ্ধে হামাস দুর্বল হলেও টিকে আছে এবং গাজার সবচেয়ে শক্তিশালী দল হিসেবে নিয়ন্ত্রণ ধরে রেখেছে- এটাই ছিল তাদের স্পষ্ট বার্তা।
যুদ্ধবিরতি শুরুর পর থেকে হামাস গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইসরায়েলের বোমা হামলায় হাজারো সদস্য নিহত এবং সুড়ঙ্গ ও অস্ত্র কারখানা ধ্বংস হলেও সংগঠনটি টিকে আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের সময় হামাস নির্মূলের প্রতিশ্রুতি দিলেও বিকল্প প্রশাসনের পরিকল্পনা উপস্থাপন করতে পারেননি। তবে গাজার অনেক বাসিন্দার কাছে যোদ্ধাদের দ্রুত উদ্ভব ছিল বিস্ময়কর। হামাসের প্রতিশোধের ভয়ে মোহাম্মদ (২৪) বলেন, যুদ্ধ চলাকালে এরা কোথায় ছিল, আমরা জানতাম না। যুদ্ধবিরতির প্রথম দিন, হামাস গাজার সরায়া স্কয়ারে তিনজন জিম্মিকে মুক্তি দিয়ে ইসরায়েলে ফেরত পাঠায়। এ সময় তাদের পরিচ্ছন্ন ইউনিফর্ম ও ভালো অবস্থায় দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক মখাইমার আবুসাদা বলেছেন, এটি এমন একটি অঞ্চল, যা ইসরায়েল প্রায় ধ্বংস করে দিয়েছে। -নিউইয়র্ক টাইমস