নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের জন্য ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। সামনের দিনগুলোতে এ চ্যালেঞ্জ আরও বাড়বে উল্লেখ করে তা মোকাবিলায় ইউরোপকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। প্যারিসের এলিসি প্রাসাদে বুধবার ফ্রান্স ও জার্মানির দুই সরকারপ্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে তারা স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ওলাফ শলৎজ বলেন, ‘একটি বিষয় অত্যন্ত পরিষ্কার যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবেন। আমাদের অবস্থান পরিষ্কার। ইউরোপ (ইউরোপীয় ইউনিয়ন) একটি অত্যন্ত বড় অর্থনৈতিক এলাকা। এর নাগরিকের সংখ্যা প্রায় ৪৫ কোটি। আমরা শক্তিশালী। আমরা একসঙ্গে আছি। রয়টার্স