ভারতের ওড়িশা ও ছত্তিশগড় সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ মাওবাদী সদস্য নিহত হয়েছেন। ওড়িশা এবং ছত্তিশগড় পুলিশের যৌথ অভিযানে সোমবার এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে প্রাণ হারিয়েছে জয়ারাম রেড্ডি ওরফে চালাপাঠি নামে সিনিয়র নকশাল কমান্ডার, যার মাথার দাম ধার্য করা হয়েছিল ১ কোটি রুপি।
ওড়িশা ও ছত্তিশগড় রাজ্য পুলিশের পাশাপাশি এই অভিযানে সহায়তা করেছিল কেন্দ্রীয় বাহিনী ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’ (সিআরপিএফ)। সোমবার রাতে নোয়াপাড়া জেলা এবং ছত্তিশগড়ের গাড়িয়াবন্ধ জেলার সীমান্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্ত এলাকায় ঘন জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই সেখানে অভিযানে নামে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র এবং গোলাবারুদ। ওড়িশা পুলিশ সূত্রে খবর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল পুলিশ জানিয়েছে মাওবাদীদের খোঁজে এখনো অভিযান চলছে।
নকশালবাদ (মাওবাদী) দমনের লক্ষ্যে ভারতের পদক্ষেপ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, নকশালদের ওপর আরেকটা আঘাত। নকশালমুক্ত ভারত গড়ার লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর এই বিপুল সফলতা। সিআরপিএফ, ওড়িশা এবং ছত্তিশগড় পুলিশের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী এও লেখেন, ‘নকশালমুক্ত ভারতের জন্য আমাদের সংকল্প এবং আমাদের নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টায় নকশালবাদ আজ শেষ নিঃশ্বাস নিচ্ছে।’