সামরিক আইন জারির দায়ে ইতোমধ্যে অভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। কিন্তু তা সত্ত্বেও বাড়তে যাচ্ছে তাঁর বার্ষিক বেতন। গতকাল এ তথ্য জানিয়েছে বিবিসি। সরকারি কর্মকর্তাদের সাধারণ মানদ অনুযায়ী, ইউনের বেতন ৩ শতাংশ বেড়ে ২৬ কোটি ২৬ লাখ ওন (১ লাখ ৭৯ হাজার ডলার) হতে যাচ্ছে।
গত বছরের ডিসেম্বরে অভিশংসিত হওয়ার পর থেকে ইউন তাঁর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। অরাজক পরিস্থিতি সৃষ্টি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের বেশ কয়েকটি উদ্যোগ ব্যর্থ হয়েছে।