সামাজিক মাধ্যম টুইটার প্রায় আড়াই বছর আগে কিনে নিয়েছেন ধনকূবের ইলন মাস্ক। পরে এর নামও পরিবর্তন করে রেখেছেন ‘এক্স’। তবে টুইটার কেনার আগে মাস্ক প্রায়ই ‘ওয়োক মাইন্ড ভাইরাস’ নামে একটি প্রোগ্রামের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেন। আর এতদিন পর তিনি বললেন, আসলে ‘ওয়োক মাইন্ড ভাইরাস’ ধ্বংস করতেই তিনি ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার কিনেছেন। শনিবার এক্সে দেওয়া একটি পোস্টে মাস্ক লেখেন, ‘২০২১ সালে আমি ওয়োক মাইন্ড ভাইরাস ধ্বংস করার লক্ষ্য নিয়েছিলাম এবং এখন এটি মুছে গেছে।’ এই মন্তব্যের সঙ্গে তিনি ২০২১ সালে করা তার একটি পোস্টও শেয়ার করেন, সেখানে লেখা ছিল- ‘ট্রেসরুট ওয়োক মাইন্ড ভাইরাস’। ট্রেসরুট হলো একটি ডায়াগনস্টিক কমান্ড, যা ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্কের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। তাঁর সেই পোস্টে এক এক্স ব্যবহারকারী মাস্ককে জিজ্ঞেস করেছিলেন- ‘এটাই কি ছিল টুইটার কেনার প্রধান কারণ?’ জবাবে মাস্ক বলেছিলেন, ‘হ্যাঁ।’ রয়টার্স
‘ওয়োক মাইন্ড ভাইরাস’ এমন একটি শব্দগুচ্ছ, যা ট্রান্সজেন্ডার নীতিমালা, মতপ্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধ এবং কর্মক্ষেত্রে যোগ্যতার বদলে বৈচিত্র্যকে অগ্রাধিকার দেওয়ার মতো চরম উদারনৈতিক অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। তাঁর ধারণা, এই কারণেই তাঁর ছেলে লিঙ্গান্তরিত হয়েছিল।