নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। তবে, কবে এ বৈঠকের আয়োজন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
পাম বিচের মার-এ-লাগোতে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন দেখা করতে চান। এমনকি প্রকাশ্যে। তাছাড়া আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে। এটি একটি রক্তাক্ত সংঘাত বলেও উল্লেখ করেন ট্রাম্প। এর আগে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ট্রাম্পের যোগাযোগের আকাক্সক্ষাকে স্বাগত জানাবেন পুতিন। তবে পেসকভের উদ্ধৃতি নিয়ে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের অনুরোধ জানায়নি। ২০ জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে। এটি একটি রক্তাক্ত পরিস্থিতি। বিবিসি, আলজাজিরা
ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার বিশেষ দূত হিসেবে কিথ কেলগকে মনোনীত করেছেন। কেলগ একজন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। গত এপ্রিলে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটে প্রকাশিত এক গবেষণাপত্রে কেলগ প্রস্তাব দেন, ইউক্রেনকে আরও সহায়তা পেতে হলে মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে হবে। তবে মস্কো আলোচনা না করলে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখা উচিত। ট্রাম্পের নির্বাচনি জয়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুদ্ধ আগের চেয়ে দ্রুত শেষ হবে। তিনি সেই সময় আরও জানিয়েছিলেন, ফোনে ট্রাম্পের সঙ্গে তাঁর একটি গঠনমূলক আলোচনা হয়েছে। তবে রাশিয়ার সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প কোনো শর্ত দিয়েছেন কি না, তা উল্লেখ করেননি।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে রাশিয়া। জো বাইডেনের মেয়াদকালে যুক্তরাষ্ট্র এ যুদ্ধে কিয়েভের পক্ষেই থেকেছে। দেশটিকে এখন পর্যন্ত সাড়ে ৬ হাজার কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প কখনো ইউক্রেনে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেননি। যদিও কিয়েভে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে তা নিয়ে প্রায়ই সমালোচনা করে থাকেন।