সৌদি আরবের বিভিন্ন শহরে বজ্রপাত, মুষলধারে বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের জেরে ‘হাই রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কয়েক দিন থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
কয়েক দিন ধরে মক্কা, জেদ্দা, আল-বাহা এবং আসিরের কিছু অংশে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস বইছে। মঙ্গলবার এ কারণে জেদ্দা বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, সোম ও মঙ্গলবার জেদ্দার রাস্তায় বন্যার পানিতে গাড়িগুলো আংশিকভাবে ডুবে গেছে। এ পরিস্থিতিতে জলাবদ্ধ এলাকাগুলো এড়াতে এবং সুরক্ষা নির্দেশাবলি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। -সৌদি আরবিয়া নিউজ