মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক নির্বাহী আদেশে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের কিছু অংশে ভবিষ্যতে অফশোর তেল ও গ্যাস উন্নয়ন স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন, যা আগত ট্রাম্প প্রশাসনের পক্ষে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা বিশেষভাবে কঠিন হতে পারে। গতকাল বাইডেন মূলত ৬২৫ মিলিয়ন একরেরও বেশি মার্কিন উপকূলীয় অঞ্চলে নতুন তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তিনি এই পদক্ষেপ নিচ্ছেন কারণ অনুসন্ধান পরিবেশ, জনস্বাস্থ্য এবং উপকূলীয় সম্প্রদায়ের অর্থনীতির জন্য অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি করে। এ নিষেধাজ্ঞার ফলে তেল কোম্পানিগুলো সমগ্র পূর্ব উপকূল, মেক্সিকো উপসাগরের পূর্বাঞ্চল, ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূল ও আলাস্কার উত্তর বেরিং সাগরের কিছু অংশে নতুন অনুসন্ধান করতে পারবে না।
উল্লেখ্য, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে তেল ও গ্যাসের জন্য অনুসন্ধান চালানোর একটি সীমা রয়েছে। এই সীমা অনুযায়ী বিশ্বে যত তেল ও গ্যাস মজুত রয়েছে, তার ৬০ শতাংশ এবং কয়লা মজুতের ৯০ শতাংশ উত্তোলন করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, ট্রাম্প ক্ষমতায় এলে তা নেবেন না, এমন আশঙ্কা থেকেই শেষ মুহূর্তে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন বাইডেন। -বিবিসি