বৈদ্যুতিক গাড়ির আবিষ্কারক ইলন মাস্ক সম্পর্কে একটা কথা প্রচলিত আছে, তিনি যা কল্পনা করেন তা পরে যে কোনো একসময় বাস্তবায়ন করেন। দীর্ঘদিন ধরেই মানবসভ্যতা নিয়ে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছেন ‘স্পেসএক্স’ এবং ‘টেসলা’র মালিক ইলন মাস্ক। তাঁর মতে, মানবসভ্যতার ভবিষ্যৎ লেখা হবে মঙ্গল গ্রহেই। তবে এত দিন পর্যন্ত তিনি কথা বলতেন, শুধু মঙ্গলে কীভাবে মানব বসতি স্থাপন করা হবে, তা নিয়ে। কিন্তু ভবিষ্যতের এই মানব উপনিবেশে শাসনব্যবস্থা কেমন হবে? সেখানে কি থাকবে গণতন্ত্র? নাকি মানুষ ফিরে যাবে রাজতন্ত্র বা সামন্ততন্ত্রে?
ইদানীং অনেকটাই রাজনীতির জগতে ঢুকে পড়েছেন ইলন মাস্ক। মার্কিন সরকারের খুব কাছে ঘুরছে তাঁর নাম। এমনকি তিনিই এখন ট্রাম্পের সবচেয়ে বড় পরামর্শদাতা। এই অবস্থায় মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মানব উপনিবেশের শাসনব্যবস্থা নিয়েও মুখ খুললেন তিনি। তাঁর মতে, মঙ্গলে থাকবে ‘সরাসরি গণতন্ত্র’। ২০২৮ সালে সম্ভবত মঙ্গল গ্রহে প্রথম পা রাখবে মানুষ। তবে সবটাই নির্ভর করছে, স্পেসএক্সের স্টারশিপগুলোর বিকাশ কীভাবে হচ্ছে তার ওপর। দ্য ইকোনমিক্স টাইমস