ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত এই হামলায় ২১ জন হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছে। এছাড়া হামলায় সরকারি কার্যালয়সহ কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর একাধিক অবকাঠামোতে আগুন ধরে যায়।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোকে বলেন, স্থানীয় সময় রবিবার ভোরে রাশিয়ার চালানো হামলায় একজন শিশু এবং এক যুবতী নিহত হয়েছে এবং শহরের পশ্চিম ও পূর্বে বেশ কয়েকটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পর শহরের দারনিটস্কি জেলার একটি আশ্রয়কেন্দ্রে একজন বয়স্ক মহিলাও মারা গেছেন, যদিও তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এদিকে কিয়েভে কমপক্ষে একজনের মৃত্যু এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় জরুরি পরিষেবা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতি জোরদার করার পরেও সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা বেড়েছে।
এর আগে ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করেছিলেন যে, একজন গর্ভবতী নারী এবং আরও দু’জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, হামলার কারণে কিয়েভের পশ্চিমে সভিয়াতোশিনস্কি জেলার একটি ১৬ তলা এবং দুটি নয়তলা ভবনের উপরেও আগুন ধরেছে।
তবে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি মস্কো। এছাড়া উভয় পক্ষই বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। রবিবারের প্রথম দিকে, ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সতর্কতা জারি করে।
এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার আংশিক দখলকৃত অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ এ তথ্য জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট
বিডি প্রতিদিন/একেএ