উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনার সমালোচনা করেছে। কিম জং উনের দেশ বলেছে, এটি মহাকাশকে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের শেষের দিকে গোল্ডেন ডোম নামের এই প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করার পরিকল্পনা করছেন। তার লক্ষ্য হল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ পরবর্তী প্রজন্মের বিমান হুমকি মোকাবেলা করা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে আত্ম-ধার্মিকতার ও অহংকারের শীর্ষ বলে নিন্দা জানিয়েছে।
ওয়াশিংটন মহাকাশকে সামরিকীকরণ করে নরক বানাতে আগ্রহী অভিযোগ করেছে উত্তর কোরিয়া। সেই সাথে সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা বিশ্বব্যাপী পারমাণবিক এবং মহাকাশ অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে।
উত্তর কোরিয়া ওয়াশিংটনকে প্রতিপক্ষ মনে করে এবং নিয়মিতভাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়ার নিন্দা করেছে।
কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের একজন সিনিয়র বিশ্লেষক হং মিন সংবাদ সংস্থা এএফপিকে বলেন, পিয়ংইয়ং সম্ভবত গোল্ডেন ডোমকে এমন একটি হুমকি হিসেবে দেখে যা তাদের পারমাণবিক অস্ত্রাগারকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে পারে।
এই গবেষক বলেন, যদি আমেরিকা তার নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি সম্পন্ন করে, তাহলে উত্তর কোরিয়াকে এটি মোকাবেলা করার বা অনুপ্রবেশ করার জন্য বিকল্প উপায় তৈরি করতে বাধ্য করা হবে।
২০২২ সালে উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে একটি আইন পাস করে এবং সাম্প্রতিক বছরগুলিতে এটি বিভিন্ন ধরণের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
এই বছরের শুরুতে তারা দাবি করেছে যে তারা একটি হাইপারসনিক ওয়ারহেডসহ নতুন মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেকোনো প্রতিদ্বন্দ্বীকে নির্ভরযোগ্যভাবে দমন করবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ নাজমুল