গাজীপুরের শ্রীপুরে একটি নির্মাণাধীন ভবনের সানসেট ধ্বসে রইছ উদ্দিন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বরমী পশ্চিম পাড়া এলাকায় ফাইজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
উৎসুক জনতা নির্মাণাধীন ভবনে ব্যাপক ভাংচুর করে পুলিশকে লাশ নিতে বাধা দেয়। এ সময় পুলিশের লাশবাহী গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলে স্থানীয়রা। নিহত রইছ উদ্দিন উপজেলার বরমী ইউনিয়নের বালিয়া পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
স্থানীয় আমিনুল ইসলাম বলেন, বরমী এলাকার ফাইজ উদ্দিনের একটি নির্মাণাধীন বহুতল ভবনের মূল ঘটকের উপরে বাড়ির মালিক ও ঠিকাদার ফজলুল হকের পরামর্শে সানসেট তৈরী করে নির্মাণ শ্রমিক রইছ উদ্দিন। যা ভবনের ডিজাইনে ছিল না।পরে এই অপরিকল্পিত সানসেট ধ্বসে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মিয়া বলেন, শ্রমিক নিহতের খবর পেয়ে আমি ঘটনা স্থলে এসে পুলিশকে খবর দিয়েছি। লাশ নিয়ে যেতে পুলিশকে সহযোগিতা করেছি। এখানে উৎসুক শ্রমিকরা কিছু ভাংচুর করেছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে নিহত নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম