মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর এলাকায় রূপপুর পরমাণু তাপ বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ লাইনের প্রায় ১ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এই তারগুলো কেটে নিয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ।
এই সংযোগ লাইনটি পিজিসিবি (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) এর আওতাধীন কুষ্টিয়ার বোতল থেকে মেহেরপুরের আমঝুপি পর্যন্ত বিস্তৃত।
গাংনী উপজেলার গোপালনগর মাঠে পিজিসিবি নজরদারির দায়িত্বে থাকা প্রতিনিধি রবিউল ইসলাম জানান, চোরেরা রাতের আঁধারে প্রায় ১ কিলোমিটার তার কেটে নিয়ে গেছে। এর ফলে কোম্পানির প্রায় দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও এর আগেও ওই মাঠের বিভিন্ন অংশ থেকে ট্রান্সফার তারসহ নানা উপকরণ চুরি হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, পিজিসিবি লাইনের বৈদ্যুতিক তার চুরি হওয়ার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ