চলতি সপ্তাহের শেষ দিকে রাশিয়া সফর যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যুতে সাম্প্রতিক বৈঠক নিয়ে আলোচনা করতে মস্কো যাচ্ছেন তিনি।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানান।
গত শনিবার ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ২০১৫ সালের চুক্তি ভেঙে যাওয়ার পর এটি ছিল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাংবাদিকদের বলেন, “আরাঘচি চলতি সপ্তাহের শেষে মস্কো সফর করবেন। এই সফরে মাস্কাট বৈঠকের সাথে সম্পর্কিত সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করার সুযোগ হবে।”
জানা গেছে, আরাঘচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র শনিবারের আলোচনাকে ‘গঠনমূলক’ বলে আখ্যা দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও আরাঘচির সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দিয়ে পরমাণু ইস্যুতে আলোচনার আহ্বান জানানোর কয়েক সপ্তাহ পর এই আলোচনা শুরু হলো। তেহরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপেরও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন সম্প্রতি ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে।
আগামী ১৯ এপ্রিল পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরেক দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: দ্য মস্কো টাইমস
বিডি প্রতিদিন/একেএ