যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডার স্বাস্থ্যসেবা এবং সমাজ সেবায় অবদানের জন্য মর্যাদাপূর্ণ মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. লুডমিলা সরদার।
বিশেষ নারী ইতিহাস মাস উপলক্ষে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১০ জন নারীকে এই কংগ্রেসনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক বৈদেশিক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদীর সহধর্মিণী ডা. লুডমিলা সরদারের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো। অনুষ্ঠানে কংগ্রেসম্যান সোটো বলেন, "আপনাদের অর্জন এবং নাম আমেরিকান ইতিহাসের অংশ হয়ে থাকবে।”
ডা. লুডমিলা সরদার বর্তমানে ল্যাকল্যান্ড রিজিওনাল হেলথ-এ ইন্টারনাল মেডিসিন বিভাগের রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ক্যান্সার চিকিৎসার মতো স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
লুডমিলা “ইন্টার্ন মেসট্রি: এ রোডম্যাপ ফ্রম মেড স্কুল টু পিজিওয়াই-১ ইন্টারনাল মেডিসিন এক্সিলেন্স”-এর সহ-লেখক। ডা. লুডমিলা সরদার আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস-এর সদস্য এবং এসিপি-এর শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনার বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হোলিস ক্যান্সার সেন্টার প্রমিজ রান ও ডিজনি ম্যারাথনস-এর মতো ইভেন্টে স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে অংশগ্রহণ করেন।
কংগ্রেসম্যান সোটো তার প্রশংসা করে বলেন, "সেন্ট্রাল ফ্লোরিডার মানুষের জীবনমান উন্নয়নে আপনার অবদান অনন্য। চিকিৎসা ক্ষেত্রে আপনার পরামর্শ এবং স্বেচ্ছাসেবী কাজের জন্য আপনাকে আমরা কৃতজ্ঞচিত্তে সম্মান জানাই।"
ডা. লুডমিলা সরদার জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল