কানাডার টরন্টোর একটি পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এক বন্দুকধারীর চালানো এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গুলিবর্ষণের কারণ জানা যায়নি। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে সন্দেহ করছে পুলিশ। তারা পলাতক, তাদের ধরতে অভিযান চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ৩৯ মিনিটে পূর্ব টরন্টোর স্কারবোরো শহরের কেন্দ্রস্থলে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন এবং বাকিরা ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন। আঘাতগুলি প্রাণঘাতী নয়।
টরন্টো পুলিশ জানিয়েছে যে, অ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ডগান নিয়ে তিনজন ব্যক্তি পাব-এ প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়েছে।
পুলিশ সুপার পল ম্যাকইনটায়ার বলেছেন, হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং আমরা সমস্ত সূত্র খুঁজে বের করার চেষ্টা করছি।
পুলিশের মতে, নিহতদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
এ ঘটনায় টরন্টো মেয়র অলিভিয়া চাউ ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘স্কারবোরো এলাকার পাবে গুলি চালনার ঘটনা শুনে আমি খুবই উদ্বিগ্ন। আমি ইতিমধ্যেই চিফ ডেমকিউয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করে জানিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’ সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম