জাপানে প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও তুষারপাতজনিত দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৪ জন।
গতকাল বৃহস্পতিবার দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি থেকে এই প্রবল শৈত্যপ্রবাহ ও তুষারপাত শুরু হয়। এই তুষার অপসারণের সময় দুর্ঘটনা ঘটেই এসব প্রাণহানি হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) বলছে, জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটিতে এ বছর মৌসুমের সবচেয়ে প্রবল শৈত্যপ্রবাহ আঘাত হেনেছে। গত ১০ ফেব্রুয়ারি দেশটিতে ৪২৭ সেন্টিমিটার (১৪ ফুট) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।
জাপানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বয়স ৬০ থেকে ৯০ বছরের মধ্যে এবং তাদের মৃত্যু তুষার অপসারণের সময়েই ঘটে।
নিহতরা দেশটির ফুকুশিমা, নিইগাতা, তোয়ামা, নাগানো ও ফুকুই প্রদেশের বাসিন্দা ছিলেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি নাগানো প্রদেশের সাকায়ে গ্রামে ৯৬ বছর বয়সি এক নারী তার বাড়ির সামনে বরফের নিচে চাপা পড়ে মারা যান।
চলমান বৈরি আবহাওয়ার কারণে দেশটির প্রশাসন নাগরিকদের সতর্কতা অবলম্বন ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া তুষার পরিষ্কারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/নাজিম