দেশের মোট পারিবারিক সঞ্চয় চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে উঠে এসেছে। পারিবারিক সঞ্চয় বলতে ঋণ এবং ঋণের মতো কোনো দায় বাদ দিয়ে পরিবারের মোট অর্থ এবং বিনিয়োগ- যেমন ব্যাংক আমানত, শেয়ার এবং বোনাস বোঝায়। গত সপ্তাহে প্রকাশিত বিবিএসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ সঞ্চয় (জিডিএস) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৩ দশমিক ৯৬ শতাংশে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কম। একই ভাবে মোট জাতীয় সঞ্চয় (জিএনএস), যার মধ্যে রেমিট্যান্স অন্তর্ভুক্ত, জিডিপির ২৮ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে, যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ১ দশমিক ৫৩ শতাংশ কম। উচ্চ মুদ্রাস্ফীতি সঞ্চয়কারীদের অভ্যাসকে দুর্বল করে দিচ্ছে। পণ্যের উচ্চমূল্য পারিবারিক সঞ্চয় এবং বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সঙ্গে আরও গভীর আর্থিক সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সঞ্চয়কারীদের দেশ হিসেবে পরিচিত। ঐতিহ্যগতভাবে মানুষ তাদের আয়ের একটি অংশ ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয় করে রাখে। কিন্তু বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সেই সহজাত অভ্যাসের পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন সঞ্চয় হ্রাসের জন্য উচ্চ মুদ্রাস্ফীতিকে দায়ী করে বলেছেন মানুষ কেবল তাদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য আরও বেশি ব্যয় করতে বাধ্য হচ্ছে। পরিবারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, সঞ্চয় অনিবার্যভাবে হ্রাস পাচ্ছে। মন্দার জন্য তিনি দুটি মূল কারণ উল্লেখ করেছেন। একটি হলো রপ্তানি তথ্যে একটি বড় সংশোধন, যার ফলে পরিবারের জন্য আয়ের স্তর হ্রাস পেয়েছে। বাজারে ক্রমবর্ধমান দাম প্রয়োজনীয় জিনিসপত্রকে আরও ব্যয়বহুল করে তুলছে। জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই মানুষ বেশি ব্যয় করছে- যার ফলে সঞ্চয় কম হচ্ছে। তিনি আরও বলেন, অর্থনীতিতে উচ্চ মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়নি, যদিও ভোগ মূল্য বৃদ্ধি পেয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং সিইও এম. মাসরুর রিয়াজও একই মতামত দিয়ে বলেন, রপ্তানি তথ্য সংশোধন করা হলেও, জিডিপিতে রপ্তানির অংশও হ্রাস পেয়েছে, যা জাতীয় আয়ের পতনের ইঙ্গিত দেয়। যখন আয় কমে যায় এবং পারিবারিক ব্যয় বৃদ্ধি পায়, তখন স্বাভাবিকভাবেই সঞ্চয় হ্রাস পায়। এই পরিস্থিতিতে, অনেক সঞ্চয়কারী ব্যয় মেটাতে তাদের সঞ্চয় থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে পারিবারিক ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। গৃহস্থালির আয় ও ব্যয় জরিপ অনুসারে, ২০১৬ অর্থবছরের পর থেকে পারিবারিক ব্যয় দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা ২০২২ সালে প্রতি মাসে ৩১ হাজার ৫০০ টাকায় পৌঁছেছে। মাসরুর রিয়াজ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিবিএসের তথ্যের অখণ্ডতা উন্নত হয়েছে, অতিরঞ্জিততা দূর হয়েছে। আগে বিবিএস ধারাবাহিকভাবে জিএনএস ২৫ শতাংশের ওপরে দেখিয়েছিল, কিন্তু এখন তারা এমন মানসম্পন্ন পরিসংখ্যান তৈরি করছে যা আরও সঠিক চিত্র প্রতিফলিত করে। জানুয়ারিতে বাংলাদেশে মুদ্রাস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি ছিল, যা পারিবারিক বাজেটকে আরও সংকুচিত করে। এভাবে কিছু অর্থনীতিবিদ আরও গভীর অর্থনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। সঞ্চয় হ্রাস, ক্রমবর্ধমান পারিবারিক ব্যয়ের সঙ্গে মিলিত হয়ে, পারিবারিক ঋণ পরিশোধ এবং আর্থিক ভঙ্গুরতা নিয়ে উদ্বেগ তৈরি করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি। সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন তিনি।
শিরোনাম
- বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
পারিবারিক সঞ্চয় চার বছরের মধ্যে সর্বনিম্ন
উচ্চ মূল্যস্ফীতি মানুষের সঞ্চয় ক্ষমতা হ্রাস করছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর