ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) জন্য অনন্য অর্জনের বছর ২০২৫। রোবোটিকস হোক, মহাকাশবিজ্ঞান কিংবা সাগরতলের প্রযুক্তি-প্রতিটি ক্ষেত্রেই ইউআইইউর উদ্ভাবনী টিমগুলো বিশ্বের নজর কাড়ছে।
রোভার চ্যালেঞ্জে চতুর্থবার চ্যাম্পিয়ন : যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৫-এ টানা চতুর্থবারের মতো এশিয়ার শীর্ষস্থান দখল করে নেয় ইউআইইউ মার্স রোভার টিম। প্রতিযোগিতার ‘সায়েন্স মিশনে’ পূর্ণ ১০০-তে ১০০ স্কোর করে প্রথমবারের মতো এশিয়ার হয়ে ‘সেরা বিজ্ঞান দল’-এর স্বীকৃতি অর্জন করে তারা। এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে নিজেদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে অংশগ্রহণকারী দলগুলো। এ জন্য রোভারগুলোকে অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং এই চারটি মিশন সফলতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে। ৩৮টি দেশের দলের সঙ্গে প্রতিযোগিতা করে ৩২৫.৯৩ পয়েন্ট পেয়ে ইউআইইউ মার্স রোভার টিম বিশ্বে ৬ নম্বরে অবস্থান করে। ইউআইইউর টিম ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম হয়েছিল। টিম লিডার মো. মুশফিকুর রহমান বলেন, ‘মেকানিক্যাল সাপোর্ট ছাড়াই আমাদের দল নিজ হাতে রোভার ডিজাইনও নির্মাণ করেছে। এই অর্জন আমাদের পরিশ্রম আর বিশ্বাসের ফসল।’ এ ছাড়া ইউআইইউর টিম তুরস্কে ২৩-২৭ জুলাই অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫-এ বিশ্বে তৃতীয় ও এশিয়ায় প্রথম স্থান অর্জন করে।
ক্যানস্যাট প্রতিযোগিতায় বিশ্বে সপ্তম, এশিয়ায় দ্বিতীয় এবং বাংলাদেশে প্রথম : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত ক্যানস্যাট ২০২৫ প্রতিযোগিতায় ‘ইউআইইউ অ্যাসেন্ড’ দল বিশ্বের সপ্তম, এশিয়ায় দ্বিতীয় এবং বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতাটি আয়োজন করে আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি, যার পৃষ্ঠপোষক ছিল নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাব, সিমেন্সসহ অনেক প্রতিষ্ঠান। ক্যানস্যাট হলো একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা, যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলোর জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কন্টেইনার এবং প্রোব) ডিজাইন কাজ করে। এই স্যাটেলাইটটিকে প্রায় ৬৭০-৭২৫ মিটার উচ্চতায় উৎক্ষেপণ, সফল স্থাপনা প্রদর্শন এবং সফলভাবে অবতরণ না হওয়া পর্যন্ত সব তথ্য প্রদর্শন করা। দলের টিম লিডার মো. আবদুল্লাহ্ আল সাদ বলেন, ‘২০২৪ সালে বিশ্বে ১১তম হয়েছিলাম। এবার আরও এগিয়েছি। মহাকাশ গবেষণাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’
সমুদ্রের তলদেশেও ইউআইইউ রোবোটিকসের সাফল্য : যুক্তরাষ্ট্রের মিশিগানের থান্ডার বে ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে অনুষ্ঠিত মেট রোভ কম্পিটিশন ২০২৫-এ অংশ নিয়ে ‘ইউআইইউ মেরিনার’ দল পাইওনিয়ার ক্লাসে বিশ্বে পঞ্চম এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি তারা ‘সেরা টেকনিক্যাল ডকুমেন্টেশন’-এর স্বীকৃতিও অর্জন করে। প্রতিযোগিতায় প্রতিটি দলকে আটটি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল : পণ্য প্রদর্শন, প্রকৌশল উপস্থাপনা, টেকনিক্যাল ডকুমেন্টেশন, বিপণন প্রদর্শন, সহযোগিতামূলক মিশন, কোম্পানির স্পেসিফিকেশন, করপোরেট রেস্পন্সিবিলিটি এবং সেফটি। ইউআইইউর দলটি ওই প্রতিযোগিতায় পাইওনিয়ার ক্লাসের ১৩টি বিশ্বব্যাপী চূড়ান্ত দলের মধ্যে ৩৭৭ স্কোর পেয়ে সামগ্রিকভাবে পঞ্চম ও এশিয়ায় প্রথম স্থান অর্জন এবং ১০০ স্কোরের মধ্যে ৮১ স্কোর করে সেরা টেকনিক্যাল ডকুমেন্টেশন চ্যাম্পিয়ন হয়। দলের টিম লিডার আনিকা তাবাসসুম অর্চি বলেন, ‘বিশ্বসেরা টেকনিক্যাল ডকুমেন্টেশন পুরস্কার পাওয়া আমাদের জন্য এক স্বপ্ন পূরণ। টানা পরিশ্রম, উদ্ভাবনী ভাবনা আর রাতজাগা কষ্ট আজ সার্থকতা পেয়েছে।’