শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা গড়ে তুলেছেন রক্তদান বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’। ১৭ বছর ধরে প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা করে মুমূর্ষু রোগীদের জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’- এ মূলমন্ত্রকে সামনে রেখে ২০০৯ সালের ৫ এপ্রিল মাত্র কয়েকজন স্বপ্নবাজ শিক্ষার্থীর হাত ধরে শুরু হয় সংগঠনটি। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ক্লাসের ফাঁকে ফাঁকে রক্তদাতা খুঁজে বের করা, জরুরি রক্ত সরবরাহ করা সবকিছুই তাদের নিয়মিত কাজের অংশ। প্রতিষ্ঠার ১৭ বছরে ‘সঞ্চালন’ প্রায় ২৫ হাজার ৭০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে। রক্তের প্রয়োজনে যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট হটলাইন নম্বর রয়েছে তাদের। যেটি প্রতি ২-৩ দিন পরপর পালাক্রমে একজন সদস্যের তত্ত্বাবধানে থাকে। রক্তের প্রয়োজনে সেই নম্বরে কল আসার সঙ্গে সঙ্গে দ্রুত ডোনার লিস্ট থেকে প্রয়োজনীয় গ্রুপের রক্তদাতার সঙ্গে যোগাযোগ করে রক্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন সংগঠনের সদস্যরা। তাদের কার্যক্রম শুধু রক্ত সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতি ঈদে বিশ্ববিদ্যালয় ও আশপাশের দুস্থ পরিবারের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন তারা। এমনকি শীতকালে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বও পালন করছে সংগঠনটি। প্রতি বছর ভর্তি কার্যক্রমে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকেন তারা। এ ছাড়াও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্লাড গ্রুপিং এবং রক্তদানবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করেন। ‘সঞ্চালন’ তার ডোনারদের উপহার প্রদানের মাধ্যমে রক্তদানে উৎসাহিত করতে ‘ডোনার হান্ট’ নামের একটি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। যেখানে লাকি ড্রয়ের মাধ্যমে ডোনারদের জন্য টিশার্টের ব্যবস্থা করা হয়েছে। যেটা প্রতি মাসের শেষে করা হয়। এ বিষয়ে সঞ্চালনের সভাপতি মো. রিফাত ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার শুরু থেকেই ‘সঞ্চালন’ মানবতার কল্যাণে নিরলভাবে কাজ করে আসছে। মুমূর্ষু রোগীকে বিপদের সময় রক্ত দিয়ে পাশে থাকা পৃথিবীর অন্যতম একটি মানবিক কাজ, যা অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। সেই মানবিক কাজটি দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে করে যাচ্ছে সঞ্চালন। মানবতার প্রয়োজনে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সঞ্চালনের মানবিক কাজের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘তারা যে মহৎ ও মানবিক কাজটি করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের ইতিবাচক কাজ শুধু মানুষের জীবনে আলোই জ্বালায় না, বরং পুরো সমাজে একটি পজিটিভ চিন্তাধারার বিকাশ ঘটায়।’
শিরোনাম
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘সঞ্চালন’
১৭ বছরে সাড়ে ২৫ হাজার ব্যাগ রক্তদান
মো. মোফাজ্জল হক, শাবিপ্রবি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর