ভারতের রাজধানী নয়াদিল্লিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, যাই কিছু ঘটুক না কেন ভারতের গণমাধ্যম দোষ চাপানোর চেষ্টা করে থাকে। এমন কথা বিশ্বাসের কোনো কারণ নেই। কোনো বিবেকবুদ্ধি সম্পন্ন মানুষ এগুলো বিশ্বাস করবে না।
তিনি বলেন, ভারতের গণমাধ্যমের এমন মনগড়া ও দায়সারা প্রতিবেদন দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। বাংলাদেশ বরাবরই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, যে কেউ জাতিসংঘে যে কোনো কিছু আবেদন করতে পারে। জাতিসংঘ যদি বাংলাদেশকে কিছু বলে, তখন আমরা দেখব। জাতিসংঘ আমাদের কিছু বলেনি। মার্কিন ‘থিংক টোয়াইস অ্যাক্ট’ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনীতিতে বাংলাদেশ ভারসাম্য বজায় রেখেছে এবং রাখবে। চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞায় পড়তে পারে, এমন সম্ভাবনা দেখি না।
প্রসঙ্গত, গত সোমবার দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও অনেকে আহত হন। ঘটনার পর পুরো ভারতে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ এই হামলার পরিকল্পনা বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছেন বলে- সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়াসহ কয়েকটি গণমাধ্যম।