দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৯১২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশালে ১৩৮ জন, চট্টগ্রামে ১৫১ জন, ঢাকা বিভাগে ১৩০ জন, ঢাকা উত্তরে ১৯৪ জন, দক্ষিণ ১৩১ জন, খুলনায় ৭২ জন, রাজশাহীতে ৮৮ জন, রংপুরে তিনজন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৬৩৪ জন।
এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী রয়েছে। গতকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গুজ্বরে মারা গেছে। তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৩১৮ জনের মৃত্যু হয়েছে।