পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২৭ জন। স্থানীয় সময় গতকাল বেলা ১২টা ৩৯ মিনিটের দিকে কাচারিতে (জেলা আদালত) আত্মঘাতী ওই বোমা হামলার ঘটনা ঘটে। ইসলামাবাদ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা ওই হামলা এবং এতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এদিকে ভারতের নয়াদিল্লিতে ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবারের ভয়াবহ হামলার পর ভারতজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইসলামাবাদে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আদালতের বাইরে সাংবাদিকদের ব্রিফিংয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ঘটনাটিকে আত্মঘাতী বোমা বলে নিশ্চিত করেন। এদিকে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় চিরবৈরী প্রতিবেশী ভারত-সমর্থিত গোষ্ঠীগুলো জড়িত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এখানে উল্লেখ্য যে, ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রেড ফোর্ট এলাকায় আগের দিন সোমবার সন্ধ্যায় এক গাড়িবোমা হামলায় শেষ খবর পর্যন্ত নয়জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। নয়াদিল্লির ওই ঘটনার পরদিনই ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটল।
ভারতজুড়ে হাই-অ্যালার্ট, বন্ধ লালকেল্লা : কলকাতা প্রতিনিধি জানান, ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবারের ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে প্রাণঘাতী এ ঘটনার তদন্তের ভার পুলিশের কাছ থেকে জাতীয় তদন্ত সংস্থায় (এনআইএ) হস্তান্তর করা হয়েছে। এ দায়িত্ব পাওয়ার পরপরই হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে অবস্থিত আল-ফালাহ ইউনিভার্সিটির আরও তিন চিকিৎসককে নিজেদের হেফাজতে নিয়েছে সংস্থাটি। লালকেল্লার ঘটনাসহ সাম্প্রতিক সময়ে দেশটিতে কয়েকটি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আছেন সন্দেহে তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে বিস্ফোরণের পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কি না বা কারা এ হামলার লক্ষ্য ছিল, তা নিয়ে একাধিক প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি। এদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে ঐতিহাসিক লালকেল্লা (রেড ফোর্ট)। অন্যদিকে দিল্লির বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর ছবি প্রকাশিত হয়েছে।
ওই আত্মঘাতীর নাম মোহাম্মদ উমর। তিনিও আল-ফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তদন্তকারীদের বরাতে খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট হুন্দাই আই২০ গাড়িটি চালাচ্ছিলেন মোহাম্মদ উমর। সূত্রের বরাতে খবরে বলা হয়, উমর ফরিদাবাদের ‘সন্ত্রাসবাদী চক্র’-এর সঙ্গে যুক্ত সন্দেহভাজন এক ‘সন্ত্রাসী’।
দিল্লির বিস্ফোরণের পর নিজেদের নাগরিকদের উদ্দেশে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। এতে দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দিল্লির লালকেল্লা ও চাঁদনী চকের আশপাশ এলাকায় না যাওয়া এবং ভিড় এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেশটি বলেছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া বিস্ফোরণের ঘটনার পর ব্রিটিশ সরকারও ভারতের কয়েকটি অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
নয়াদিল্লির ঘটনায় বিদ্যমান পরিস্থিতিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এ ঘটনায় দিল্লি উত্তরের পুলিশ কর্মকর্তা রাজা বাঁথিয়া জানিয়েছেন, আনলফুল অ্যাকটিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ও বিএনএস (ভারতীয় ন্যায়সংহিতার) অধীনে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা হয়েছে। বাঁথিয়া আরও জানান, ঘটনার তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িটিতে তিনজন ছিলেন। ঘটনাস্থলে পাওয়া তথ্যানুযায়ী, এটি আত্মঘাতী হামলা ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরিত গাড়িটি ছিল হুন্দাই আই-২০ এবং এটাতে তিনজন যাত্রী ছিলেন। আহতদের শরীরে কোনো ছিদ্র বা গুলির চিহ্ন পাওয়া যায়নি, যা এ ধরনের বিস্ফোরণে অস্বাভাবিক। সব দিক থেকেই তদন্ত চলছে।’
আত্মঘাতী বিস্ফোরণের সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল ভুটানের রাজধানী থিম্পুতে মোদি বলেন, ‘আমি গতকাল (সোমবার) সারারাত এ ঘটনার তদন্তে নিয়োজিত বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ও কর্মকর্তার সঙ্গে আলোচনা চালিয়েছি। আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো এ ষড়যন্ত্রের গভীরে পৌঁছাবে। এর পেছনের ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত সবাইকে বিচারের আওতায় আনা হবে।’