প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপসমূহের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে স্থানীয় সময় শনিবার আবারও ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে।
রাজধানী ওয়াশিংটন ডিসি, জাতিসংঘের শহর ম্যানহাটান, সংবিধান তৈরির শহর ফিলাডেলফিয়া, বস্টন, লস অ্যাঞ্জেলেস, ডালাস, হিউস্টন, ডেট্রয়েট, আটলান্টা, মায়ামি, ওরেগন, ফিনিক্স, শিকাগো, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, সানফ্রান্সিসকোসহ চার শতাধিক সিটিতে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে। হোয়াইট হাউস ও টেসলা ডিলারদের শোরুমের বাইরে এবং অনেক শহরের প্রাণকেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন। ভুল করে এল সালভাদরে পাঠানো আব্রেগো গার্সিয়াকে ফিরিয়ে আনারও দাবি জানান অনেকে। বিক্ষোভ সমাবেশগুলোর প্রধান স্লোগান ছিল, ‘ট্রাম্প-মুক্ত বিশ্ব চাই’, ‘ট্রাম্প হলেন মানবতার লজ্জা’, ‘ট্রাম্পের রামরাজত্বের অবসান চাই’ ইত্যাদি। এবারের বিক্ষোভে অংশগ্রহণকারীর মধ্যে শ্বেতাঙ্গ সিনিয়র সিটিজেনের সংখ্যাই ছিল বেশি। বিক্ষোভ কর্মসূচিগুলো ছিল মোটামুটিভাবে শান্তিপূর্ণ। তবে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য সুহাস সুব্রহ্মণ্যমের এক্স পোস্টের এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ট্রাম্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে ভিড়ের মধ্য দিয়ে ধাক্কা দিতে দিতে রাগান্বিত অবস্থায় সুহাসের সামনে গিয়ে দাঁড়ান। ইংরেজ শাসনের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ শুরুর বার্ষিকীতে ‘নো কিংস’ লেখা প্ল্যাকার্ড বহন করেন অনেক বিক্ষোভকারী। ম্যাসাচুসেটসে লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধ এবং পল রেভারের বিখ্যাত ঘোড়ায় চড়ার স্মৃতির স্মরণে লোকজন সেভাবেও সেজেছিলেন।
ক্ষুব্ধ প্রবীণ এক আমেরিকান বলেন, ‘স্বাধীনতার প্রশ্নে আমেরিকায় এখন খুব বিপজ্জনক সময়। আমি চেয়েছিলাম ছেলেরা এই দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানুক এবং কখন কখন স্বাধীনতার জন্য আমাদের লড়াই করতে হবে- তা শিখুক।’