ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল আবার সামরিক আগ্রাসন শুরু করায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানায়। একই সঙ্গে ইসরায়েলকে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে ও আন্তর্জাতিক মানবাধিকার নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েলি সামরিক আগ্রাসনের ফলে শিশু, নারীসহ বেসামরিক জীবনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এ অঞ্চলে ইতোমধ্যে মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নতুন করে এ সহিংসতা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তি অবহেলার শামিল। বাংলাদেশ সরকার ইসরায়েলকে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে এবং সর্বাধিক সংযম প্রদর্শন করে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে এর বাধ্যবাধকতাগুলো সম্মান করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও আহ্বান জানাচ্ছে।