রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাককর্মী নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল। এতে প্রায় ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অফিস-আদালতে যাওয়া কর্মীরা। গতকাল সকাল থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রসঙ্গত, ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্ন পয়েন্টে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও একজন আহত হন। নিহত পোশাক কর্মী মিনারা আক্তারের বাড়ি নরসিংদীর রায়পুরায়।
সরেজমিন দেখা গেছে, বনানীতে অবরোধের কারণে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর, কারওয়ান বাজার, শাহবাগ, মগবাজার, গুলিস্তান, বাড্ডা ও রামপুরা সড়কে তীব্র যানজট লেগে যায়। পুরো হাতিরঝিল সড়ক স্থবির হয়ে পড়ে। বিশেষ করে এফডিসি গেট থেকে গুলশানমুখী সড়ক ও মগবাজারমুখী সড়কে তীব্র যানজট ছিল।
মগবাজার এলাকায় কথা হয় তানভীর কাদেরের সঙ্গে। তিনি বাড্ডার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, শাহবাগ থেকে মগবাজার মোড়ে আসতে এক ঘণ্টার বেশি সময় লেগেছে। সাধারণত কিছুটা যানজট থাকলেও ১৫-২০ মিনিট লাগে। আজকে গাড়ির চাকা যেন ঘুরছেই না। আবার গরম পড়ছে কিছুটা। রোজা রেখে যানজটে ক্লান্ত হয়ে গেছি। ফার্মগেট এলাকায় সিদ্দিকুর রহমান বলেন, বনানী যাচ্ছিলাম। এখন দেখছি গাড়ি চলছে না। পুরো রাস্তা যানজটে আটকে আছে। এখন বাসায় ফিরে যাচ্ছি। এই জট আজকে শেষ হবে বলে মনে হচ্ছে না।
এদিকে পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে গতকাল বেলা ১টা ৫০ মিনিটের দিকে আন্দোলন প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এরপর ধীরে ধীরে বনানী ও মহাখালীসহ আশপাশের এলাকায় যান চলাচল শুরু হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক নেতারা আশ্বস্ত করেছেন যে, নিহতের পরিবার ন্যায়বিচার পাবে। এ ছাড়া আমরা নিশ্চিত করেছি দোষীদের আইনের আওতায় আনা হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে বনানীসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া মিনি ট্রাকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে গাড়ির মালিককে বিআরটিএ কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই যানটির মালিক টিটন ইসলাম। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।