কানাডার অন্টারিও প্রাদেশিক পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। অন্টারিওর ৪৪তম সংসদ নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনি আসন থেকে নিউ ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপির প্রার্থিতায় তৃতীয়বারের মতো সংসদ সদস্য (মেম্বার অব প্রভেন্সিয়াল পার্লামেন্ট) নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই রাজনীতিবিদ। বিবিসি।
ডলি ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন। কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নিউ ডেমোক্র্যাট।
ডলি বেগম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের সঙ্গে শিশু বয়সে কানাডায় অভিবাসী হন এবং স্কারবরোতে স্থায়ী হন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়(ইউনিভার্সিটি অব টরন্টো) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
নতুন আসা অভিবাসী ও কমিউনিটির প্রতি আন্তরিকতাই ডলি বেগমের এই সাফল্য এনে দিয়েছে বলে জানিয়েছেন টরন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকদের সমস্যা, বাংলাদেশি কমিউনিটির সমস্যা এবং জনস্বার্থ নিয়ে কাজ করার মতো বিভিন্ন পদক্ষেপে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন।