জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নিজেকে বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর আগে পরিবারকে সেফ এক্সিট দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীকে মাঠ পর্যায়ে ব্যবহার করে, টিস্যুর মতো রাস্তায় ফেলে পালিয়েছেন। গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে তিনি এ কথা বলেন। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে রয়েল রিসোর্টে এ সভার আয়োজন করা হয়।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদের সভাপতিত্বে ও শাকিল সাইফুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোনারগাঁয়ের শহীদ মেহেদীর বাবা ছানাউল্লাহ, শহীদ ইমরানের মা কোহিনূর আক্তার ও আন্দোলনে নির্যাতিত ছাত্র শাকিল আহমেদ। এ সময় সারজিস আরও বলেন, এই ফেব্রুয়ারির মধ্যেই আমাদের রাজনৈতিক দল আসছে।