বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আন্তব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য ‘বিনিময়’ নামে যে প্ল্যাটফরম করা হয়েছিল সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের শেল কোম্পানি। আন্তব্যাংক এমএফএস এগোতে না পারার একটা বড় কারণ এটাকে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়েছিল। গতকাল একটি দৈনিক পত্রিকা আয়োজিত ‘ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা : পরিপ্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান, অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খিন চৌধুরী, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল এ চৌধুরী, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল প্রমুখ। গভর্নর বলেন, আমাদের কর ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ ডিজিটালাইজ প্রয়োজন, ভ্যাট-ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে পূর্ণ অনলাইন না হলে রাজস্ব ব্যবস্থাপনায় দুর্নীতি বন্ধ হবে না। তিনি বলেন, কয়েক বছর আগে আমাদের গবেষণা প্রতিষ্ঠান পিআরই থেকে ট্যাক্স ফাইল জমা দিতে গেলে ম্যানেজারের কাছে ৫ লাখ টাকা দাবি করেছিল। তিনি আরও বলেন, একটি পণ্য আমদানি থেকে উৎপাদন ও বিক্রি পর্যন্ত ১০%-এর ওপরে ভ্যাট হওয়া উচিত না। বর্তমানে যে ১৫% পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে তা সবার জন্য কঠিন হবে। ইমিডিয়েটলি রাজস্ব খাতে বড় ধরনের পরিবর্তন হবে না। এখানে অনেক ধরনের সংস্কার দরকার রয়েছে। যা করতে ৩-৪ বছর লাগবে। বর্তমান সরকার হয়তো এই সময়টা পাবে না, তবে আমরা শুরু করব। নিয়মিত করদাতাদের জবাই না করে সরকারের খরচ কমানোর আহ্বান জানিয়েছেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
তিনি বলেন, ‘সরকারের ব্যয় সংকোচনের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কমাতে হবে। সারা জীবন আমরা আয়ের চেয়ে ব্যয় বেশি করব আর কর আদায়ের জন্য একই মানুষকে ‘জবাই’ করব, তা হতে পারে না।’ সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বলেছেন, ব্যাংকের সিএসআরের (সামাজিক দায়বদ্ধতা তহবিল) টাকা খেয়ে ফেলেছে সূচনা ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। ক্রেডিট কার্ডে ঋণে রিটার্ন জমার বাধ্যবাধকতা তুলে দেওয়া উচিত।
কারণ, ক্রেডিট কার্ডে ঋণ নিতে হলে রিটার্ন জমা দিতে হয়। তবে ব্যক্তিগত ভোক্তা ঋণ নিলে রিটার্ন জমা দিতে হয় না। এর ফলে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে না। দেশে মাত্র ২৫ লাখ কার্ড রয়েছে। ক্রেডিট কার্ডের গ্রাহক ১ কোটি হওয়া উচিত। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বাজেট উচ্চাভিলাষী হবে না। বাজেটে কর হার যৌক্তিক করা হবে। ব্যবসায়ীদের চাপ দেওয়া হবে না; প্রয়োজনে ভ্যাটের হার কমানো হবে।