বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষায়ও উত্তীর্ণ হতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের চেন্নাই সেন্টারে ২১ ডিসেম্বর এ বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। এরপর চেন্নাইয়েই আরও একবার পরীক্ষা দিয়েছেন বোলিং অ্যাকশনের।
সেটির ফল এখনো আসেনি। যদিও অনানুষ্ঠানিকভাবে ফলাফল জেনেছে বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বিষয়টিকে বলেছেন ‘শকিং’। তবে লিখিতভাবে আসা না পর্যন্ত বিসিবি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না। কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণিত হওয়ায় বোলিংয়ে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। ২ ডিসেম্বর ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে প্রথমবার বোলিং পরীক্ষার পর চেন্নাইয়ে পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ হতে পারেননি।