প্রেম ও বন্ধুত্বের গল্পে বাউন্ডুলে রুসু আর মারজানের গল্পে আসছে ঈদের বিশেষ নাটক 'মন দিওয়ানা’। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিএভভির ব্যানারে এবারের ঈদ উৎসবে অন্তত ২০টি বিশেষ নাটক তাদের চ্যানেলে প্রচার হবে। 'মন দিওয়ানা’ নাটক নির্মাণ করেছেন হাসিব হোসাইন।
নাটকের গল্পে দেখা যাবে, রুসু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তার জীবন কাটে বাউন্ডুলেপনায়। এদিকে মারজান মাত্র কলেজ শেষ করে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় আছে, সেখানেই পড়ে রুসু। মারজান ক্যাম্পাসে প্রথম পা দিয়েই বুঝতে পারে, নতুন শিক্ষার্থীদের উপরে কীভাবে র্যাগিং চালানো হয় সেখানে। একদিন তারও ডাক পড়ে রুসুদের গ্রুপে। র্যাগিংয়ের জন্য মারজানকে ডেকেও কিছু না বলে ছেড়ে দেয় রুসু। মারজানকে রুসু বলে দেয়, কেউ কিছু বললে সে যেন বলে ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’! এমন গল্প নিয়ে এগিয়ে যাবে নাটক ‘মন দিওয়ানা’।
নাটকটি নিয়ে নির্মাতার ভাষ্য, গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও। যেখানে প্রেম ও বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে সমান্তরাল গতিতে, যা দেখে দর্শকেরা ভিন্নতার স্বাদ পাবেন। সদ্য নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ