ঈদে নির্মিত হচ্ছে অসংখ্য নাটক ও টেলিফিল্ম। তারকারাও ব্যস্ত শুটিং নিয়ে। তবে ঈদের শেষ সময়ে ব্যস্ততা কিছুটা হলেও শেষ তারকাদের। এর মধ্যে অসংখ্য নাটক করেছেন ফারহান আহমেদ জোভান। তাঁর সঙ্গে জুটি হয়ে নাটকে অভিনয় করেছেন কেয়া পায়েল। ঈদের নাটকের ভিড়ে নতুন একটি নাটক নিয়ে হাজির এ দুজন। দর্শকপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ঈদের দিন বৈশাখী টেলিভিশনের পর্দায় রাত ৮টা ১৫ মিনিট ও রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ডাকাতিয়া প্রেম’। রোমান্টিক ও ভিন্ন স্বাদের গল্পে এবং চরিত্রে দেখা যাবে জোভান-কেয়াকে। নির্মাতা বলেন, ‘ঈদের নাটক মানেই বিনোদন। সেই বিনোদন দিতেই নতুনভাবে হাজির করেছি জোভান-কেয়াকে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।