ঈদুল ফিতরের বাকি মাত্র ৯ দিন। আর ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে আবেদন জমা পড়েছে মাত্র চারটি সিনেমা। এরমধ্যে দুটি সিনেমার সেন্সর শো হয়েছে। একটি পেয়েছে সেন্সর সনদ, আরেকটি শোয়ের অপেক্ষায় রয়েছে। শিগগিরই বাকি তিনটি সিনেমা ঈদে মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়ে যাবে বলে জানিয়েছে সেন্সর বোর্ড। সিনেমা তিনটি- সজল-নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’, সিয়াম-বুবলী, দীঘি অভিনীত ‘জংলি’ এবং আফরান নিশো-তমা মির্জার ‘দাগি’। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে ঈদে কমপক্ষে ৯টি সিনেমা মুক্তি পাবে। কিন্তু এখন পর্যন্ত সেন্সর শো হওয়া উল্লিখিত দুটি সিনেমা ছাড়া আর মাত্র একটির নির্মাণ কাজ শেষ হয়েছে এবং সেন্সর সনদ পেয়েছে মোশাররফ করিম-নিকিতা নন্দিনী শিমুর ‘চক্কর-৩০২’। অন্য যে সিনেমাগুলো ঈদে মুক্তি দেবে বলে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলো মৌখিকভাবে প্রচার চালিয়ে আসছে তার মধ্যে রয়েছে- শাকিব খান ঈধিকার ‘বরবাদ’, সজল-নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’, আদর আজাদ-বুবলীর ‘পিনিক’, নতুন মুখের তিনটি সিনেমা ‘রঙে ভালোবাসা’, ‘নাও’ ও ‘ব্যচেলার ট্রিপ’। এখানে উল্লেখ করতে হয় যে, শেষ তিনটি সিনেমার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আগেই এবং ‘পিনিক’ সিনেমাটি ঈদে মুক্তি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এর নির্মাণ প্রতিষ্ঠান। চলচ্চিত্র প্রদর্শক ও পরিবেশক সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে চালু থাকা প্রায় ৫০টি সিনেমা হলের বাইরে ঈদে মৌসুমি সিনেমা হল হিসেবে প্রতিবছরের মতো এবারও দুই শতাধিক সিনেমা হল খুলবে। কিন্তু সমস্যা হচ্ছে চলচ্চিত্রনির্মাতারা বেশির ভাগই এখন পর্যন্ত তাদের সিনেমা সেন্সর বোর্ডে জমা না দেওয়ায় কোন সিনেমা হল কোন সিনেমাটি প্রদর্শন করবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে সিনেমা হল মালিকরা। বেশির ভাগ হল মালিক শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি প্রদর্শনে আগ্রহ দেখালেও এ সিনেমার নির্মাণ কাজ এখনো বাকি রয়ে গেছে। লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আবদুল খালেক আক্ষেপ করে বলেন, ‘দীর্ঘদিন ধরেই এদেশে সিনেমার ব্যবসা শূন্যের কোঠায় চলে গেছে। বছরে মাত্র দুই ঈদেই সিনেমা প্রদর্শন করে সিনেমা হল মালিকরা কিছুটা ব্যবসায়িক লাভের মুখ দেখেন। এ অবস্থায় নির্মাতারা যদি আগেভাগে তাদের ছবি মুক্তি চূড়ান্ত না করেন তাহলে হল মালিকদের বিপাকে পড়তে হয়। আরও দেখা যায় শেষ মুহূর্তে এসে এক গাদা মানহীন সিনেমা নিয়ে প্রযোজকরা সেগুলো প্রদর্শনের জন্য প্রদর্শকদের নানা চাপের মুখে ফেলে। এটি ঠিক নয়।’ এদিকে ইতোমধ্যে এম এ রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটির মোশন পোস্টার ও ট্রিজার প্রকাশ পেয়েছে। দর্শকদের মাঝে আলোচনায় জায়গাও করে নিয়েছে সিনেমাটি। এতে সিয়ামকে দেখা যায় তামাটে মুখমণ্ডলে ময়লাটে দাড়ি, এলোমেলো চুল, জিবে লেগে রয়েছে তাজা রক্তের ছাপ, চোখ থেকে বের হচ্ছে বুনো উল্লাস; যেন ‘জংলি’ রূপেই হাজির হয়েছেন অভিনেতা। প্রকাশ পেয়েছে ‘বরবাদ’ সিনেমাটির মোশন পিকচার ও ট্রিজার। সেখানে শাকিব খানকে দেখা যায় রক্তমাখা হাতে পিস্তল। তিনি বসে আছেন বিলাসবহুল গাড়ির ওপর। কার উদ্দেশে যেন বলছেন- ‘চুপ।’ পেছনে দাউদাউ করে পুড়ছে অট্টালিকা। পোড়া অট্টালিকার ওপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। দর্শকদের মাঝে সাড়া ফেলেছে শাকিব খানের লুক, এক্সপ্রেশন। সিনেমার পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আমরা সিনেমার প্রচার নিয়ে এখন পর্যন্ত খুশি। সিনেমার প্রচারে ভিন্নতা আনতে দুই-তিন দিনের মধ্যে পুরো টিম বসব। কখন কী মুক্তি পাবে সেগুলো দর্শক দেখতে পারবে। এখানে নানারকম চমক থাকবে।’ অপরাধ জগতে জড়ানোর গল্প নিয়ে সিনেমা ‘দাগি’। সিনেমাটি দিয়ে ‘সুড়ঙ্গ’র পরে দ্বিতীয়বার বড় পর্দায় দর্শকদের সামনে আসছেন আফরান নিশো। সিনেমার শুটিং শুরু হলে একের পর এক চমক দেখিয়েছে সিনেমাটির প্রচারে। শিহাব শাহিন পরিচালিত সিনেমাটির প্রথম প্রচারেই হেলিকপ্টারের দরজা খুলে পা রাখেন আফরান নিশো। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে একের পর এক হাজির হন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালরা। ভিডিওটিতে নিশো বলেন, ‘এত দিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সঙ্গে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার।’ ঈদের সিনেমায় যোগ হয়েছে ‘জ্বীন-৩’। ভৌতিক ঘরানার সিনেমা হিসেবে এটি আলোচনায় রয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফাস্ট লুক পোস্টার। এতে ফারিয়ার ভৌতিক লুক প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। বেশ আগেই অনুদানের ‘চক্কর-৩০২’ সিনেমার শুটিং শেষ হয়েছে। সিনেমাটির সেন্সর সনদও পেয়েছেন পরিচালক ও প্রযোজক শরাফ আহমেদ। তিনি অপেক্ষা করছেন তাঁর সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির জন্য। প্রযোজক ও পরিবেশক সমিতি সূত্রে জানা যায়, ‘রঙে ভালোবাসা’ ও ‘নাও’ নামে দুটি সিনেমা ঈদে মুক্তির জন্য শিডিউল নিয়ে রেখেছে। এ ছাড়া পরিচালক নাসিম সাহনিক জানালেন, তিনি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমাটি ঈদের মুক্তি দেবেন। সে জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে শেষ পর্যন্ত ঈদে কয়টি সিনেমা মুক্তি পাবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ শেষ মুহূর্তে সিনেমা বেশি হলে তা কোথায় মুক্তি পাবে। কারণ দেশে সিনেমা হলের এখন সংখ্যা অপ্রতুল।