বন্ধু যুগলের যৌথ গানের সংখ্যাও কম নয়। যদিও মাঝে ১৬টি বছর তাদের গান বাঁধা হয়নি একসঙ্গে, নানা কারণে। অবশেষে ১৬ বছর পর জাহিদ আকবরের কথায় সুর করে ‘আকাশ হয়ে যাই’ নামের একটি গান গাইলেন লুৎফর হাসান। তরিকের সংগীতায়োজনে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। জাহিদ আকবর বলেন, ‘বন্ধু লুৎফর হাসান নিজেও অসাধারণ গীতিকবি। তার জন্য গান লেখা একটু কঠিন।’ ঈদে গানটি প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনে।