প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত সিনেমা ‘ইমার্জেন্সি’। যে ছবিটি গত সপ্তাহে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েই ট্রেন্ডিংয়ে। এ ফলাফল দেখে এক অনুরাগী সমাজমাধ্যমে অভিনেত্রীকে অনুরোধ জানিয়েছিলেন, ছবিটি আন্তর্জাতিক পুরস্কার মঞ্চের প্রতিযোগিতায় যাওয়ার যোগ্য। তখনই কঙ্গনা জানান, তাঁর ছবি জাতীয় পুরস্কারে সম্মানিত হলেই খুশি তিনি। ‘অস্কারের পেছনে দৌড়ানো ভীষণ বোকা! আমার কাছে জাতীয় পুরস্কারই যথেষ্ট। ‘ইমার্জেন্সি’ জাতীয় সম্মান পেলেই আমি খুশি।’ সবাই যখন আন্তর্জাতিক মঞ্চে বিখ্যাত হওয়ার জন্য ব্যস্ত, তখনো ব্যতিক্রমী কঙ্গনা। তিনি নিজ দেশের সর্বোচ্চ সম্মানকে প্রাধান্য দিয়েছেন! প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ছবিতে কঙ্গনা সেই সময়কে তুলে ধরেছেন।
পরিচালনার পাশাপাশি ‘ইন্দিরা গান্ধী’ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।