বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কঙ্গনা অভিনীত ও পরিচালিত সিনেমা ‘ইমারজেন্সি’ মুক্তি পেয়েছে বছরের শুরুতে। সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনা-সমালোচনার মধ্যে ছিল, মুক্তির পরও সে রেশ থেকেছে। বক্স অফিসে সিনেমাটি ভালো অবস্থান করতে পারেনি। সম্প্রতি নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে ইমারজেন্সির। আর এবার এই সিনেমার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছেন কঙ্গনা। ইমারজেন্সি নেটফ্লিক্সে মুক্তির পর প্রশংসা পাচ্ছে। ভারতে সিনেমাটি নেটফ্লিক্সের টপে রয়েছে। সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় কঙ্গনা। অভিনেত্রী রবিবার তার ইনস্টাগ্রাম স্টোরিতে চলচ্চিত্রটির প্রশংসা করা একটি পোস্ট শেয়ার করেন। কঙ্গনা সেই পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে লিখেন, ‘আমেরিকানরা তাদের আসল মুখ দেখতে চায় না, যেভাবে তারা উন্নয়নশীল দেশগুলোকে শোষণ, দমন এবং ব্ল্যাকমেল করে। এ বিষয়গুলো ইমারজেন্সির মাধ্যমে তুলে ধরা হয়েছে।’