এবার ধারাবাহিক নাটক নির্মাণ করলেন নাট্যনির্মাতা নাজনীন হাসান খান। রাজীব মণি দাসের রচনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। বিশেষ একটি চরিত্রে রয়েছেন মৌসুমী হামিদ। ‘সব জান্তা কাদেরের’ বিভিন্ন পরামর্শে হাস্য-রসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। নাজনীন বলেন, ভেজাল কাদের চরিত্রের মাধ্যমে আমরা যেন সমাজজীবনে পরিবর্তনের একটা আবহ তৈরি করতে বদ্ধপরিকর। এ চরিত্রটি কথা বলে পরিবর্তনের, অবদান রাখে সমাজ গঠনের। নাট্যকার রাজীব মণি দাস বলেন, আমাদের সমাজে কেউ কিছু করতে গেলে প্রথমেই মানুষ তিরস্কার করা শুরু করে। এতে ওই ব্যক্তি বাধাগ্রস্ত হয় এবং ক্ষেত্রবিশেষে তার গতিপথ থেকে সরে আসে। ভেজাল কাদের তার ব্যতিক্রম। সে অনড়, দৃঢ় প্রতিজ্ঞ। আর তাই পরামর্শ দিয়ে একসময় সে সফলতা লাভ করে। নাটকটি শিগগিরই প্রচারে আসবে।