জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে সঞ্চিতা রাখির রবীন্দ্রসংগীত ‘ভালোবাসি, ভালোবাসি’ গানটি। জি সিরিজের ইউটিউব চ্যানেল ও অনলাইন প্ল্যাটফরমে গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হয়েছে। এ গানটির সংগীতায়োজন করেছেন পার্থ পাল। আর চিত্রগ্রহণ, সম্পাদনা ও দৃশ্যায়ন ভাবনায় ছিলেন ধ্রুব জ্যোতি। শব্দগ্রহণে ছিলেন গৌতম বসু। সংগীতশিল্পী সঞ্চিতা রাখি জানান, এ গানটির ভিডিও ধারণ ও চিত্রায়ণ করা হয়েছে থাইল্যান্ডে। শিল্পী জানান, শ্রোতাদের কাছে নিয়মিত থাকতেই অনলাইন ও ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত তাঁর ইউটিউব চ্যানেলে প্রায় অর্ধ শতাধিক গান প্রকাশ করা হয়েছে, যেসবের চিত্রায়ণ হয়েছে দেশে-বিদেশে।