মারা গেছেন মেঘমল্লার ছবির নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন (৬০) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। কয়েক বছর ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। কয়েক মাস ধরে বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ গুণী নির্মাতা। ২০১৪ সালে অঞ্জন নির্মাণ করেন মেঘমল্লার। প্রথম ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৯০ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মর্নিং ২০০৭ ‘শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর’ নির্মাণ করেন। সর্বশেষ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষকতা করতেন অঞ্জন।