ঢাকাই সিনেমার নায়ক বাপ্পী চৌধুরী। চলচ্চিত্রে যাত্রার পর থেকেই বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ধীরে ধীরে দেশীয় চলচ্চিত্রে তিনি নিজস্ব ইমেজ গড়ে তুলতেও সমর্থ হয়েছেন। তাঁর সঙ্গে সাম্প্রতিক কাজ ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন - পান্থ আফজাল
দিনকাল কেমন যাচ্ছে?
খুবই ভালো যাচ্ছে। কারণ যখন আপনি কাজের বাইরে বাবা-মাকে সময় দেবেন তখন সময়টা ভালোই কাটবে। বাবা-মা হচ্ছে আশীর্বাদ। এখন তাই আমি বাবা-মাকে সময় দিচ্ছি।
সিনেমা হলে দর্শকের জোয়ার বইছে। কিন্তু আপনার সিনেমা প্রেক্ষাগৃহে নেই। বিষয়টি নিয়ে মনে কোনো কষ্ট রয়েছে?
একফোঁটাও কষ্ট দেয় না। এ বিষয়টাকে আমি খুবই সিম্পল মনে করি। যখন আমি আবার আসব তখন জোয়ার বাপ্পীর কাছে চলে আসবে।
নতুন কোন কাজে নিয়ে ব্যস্ত?
কাজ আসবে। সেই কাজ নিয়ে প্ল্যান করছি। আশা করছি, আমার যারা দর্শক রয়েছেন তারা আবার আগের জায়গায় ফিরে আসবেন।
বাপ্পীর দৃষ্টিতে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন কেমন?
ফিল্ম ইন্ডাস্ট্রি অবশ্যই এখন পজিটিভ। ফিল্ম দিয়েই তো আমি এসেছি। আমার ফিল্ম খারাপ হলেও আমার আবার ভালো হলেও আমার।
ওটিটির কাজে কবে বাপ্পীকে পাওয়া যাবে?
আমার কাছে অলরেডি কয়েকটি অফার এসেছে। আমি দেখছি যে, কোন স্ক্রিপ্টটা টেক করা যায়। কারণ, যা করব বুঝেশুনেই করতে হবে। আমি যখন ফিল্মে এসেছি তখন শুরুতেই ধামাকা দিয়েছি। সেটা ভালোবাসার রং দিয়ে। এরপর একটানা ১৩টি সিনেমা আমি সুপার হিট দিয়েছি। সো, আমাকে যখন ওটিটিতে যেতে হবে তখন আমাকে ব্লাস্ট করার জন্যই যেতে হবে। আমি তাই এখন গল্প নিয়ে সার্ভে করছি।
নতুন হিরো-হিরোইন নিয়ে কতটা আশাবাদী?
নতুন-পুরোনোদের সমন্বয়ে ইন্ডাস্ট্রিতে ভালো অবস্থান তৈরি হবে। পুরোনোদের চেয়ে নতুনরা ভালো করবে। আবার নতুনদের চেয়ে পুরোনোরা ভালো করবে, এটাই স্বাভাবিক। তাই বলে পুরোনোদের বাদ দিতে পারবেন না।
বাপ্পী বিয়ে করেছেন। কথাটি সত্যি?
বিগত কয়েক বছর ধরে এ বিষয়টি নিয়ে রিউমার ছড়িয়েছে। আমি বরাবরের মতোই বলব, এগুলো সবই মিথ্যা ও বাজে কথা। আমাকে রিউমারের জন্য স্রেফ ইউজ করা হয়েছে।
তাহলে সিঙ্গেলই থাকবেন নাকি বিয়ের সুখবর দেবেন?
বাপ্পী তো ভালোই আছে। খারাপ তো নাই। তবুও আপনারা সবাই দেখতে চাচ্ছেন। আশা করছি সামনের ভালোবাসা দিবস নিয়েও আসতে পারি!