ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে অভিনেতা শামীম হাসান সরকারের প্রেমের গুঞ্জন অনেক দিনের। এরপর গেল বছর আরেক অভিনেত্রী তানিয়া বৃষ্টি-শামীমের প্রেমের গুঞ্জন ওঠে। অবশ্য বিষয়টি বন্ধুত্ব বলেই উড়িয়ে দেন তারা। এরই মধ্যে সেই গুঞ্জন উসকে দিলেন শামীম হাসান সরকার। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন শামীম। সেখানে বর-কনে বেশে দেখা যায় শামীম-তানিয়াকে। ক্যাপশনহীন এরকম ছবি দেখে অনেকেই বিভ্রান্ত হন। নব দম্পতি হিসেবে অভিনন্দন জানাতে থাকেন তাদের। এমন অবস্থায় চর্চার লাগাম টানলেন শামীম নিজেই। পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন- অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। এদিকে অনেকে আঁচ করেছিলেন বিষয়টি। শামীমের মন্তব্যের পর মুখ খুলেছেন তারা।