দুর্দান্ত ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব আসনে নির্বাচন করেছেন তিনি। কিন্তু রাজনীতির মাঠে খুব বেশি কাজ করতে দেখা যায়নি তাঁকে। আবার হঠাৎ করেই রাজনীতি থেকে সরে আসেন এ অভিনেত্রী। রাজনীতি থেকে সরে আসার অবশ্য কারণ জানিয়েছেন এ টালিউড অভিনেত্রী। পায়েল বলেন, রাজনীতি বিষয়টি একদমই আলাদা একটি পেশার মতো। অভিনয় ছেড়ে রাজনীতি করা মোটেও সম্ভব নয়।
এ অভিনেত্রী বলেন, ওই সময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাইনি। রাজনীতির মাঠে নেমে মানুষের জন্য কাজ করতে চাইলে, যে দলের হয়ে কাজ করছি, তাদের সাপোর্ট থাকা উচিত। তখন এই সাপোর্টটা পাইনি আমি। অভিনয় ছেড়ে রাজনীতি করা একদমই সম্ভব নয় আমার পক্ষে।