ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৭৮তম আসরে চারটি করে পুরস্কার জিতল যুক্তরাষ্ট্রের ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ ও জার্মানির অ্যাডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’। রবিবার লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা চলচ্চিত্রের পাশাপাশি অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘কনক্লেভ’। স্থপতির ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। ছবিটির সুবাদে সেরা পরিচালক হয়েছেন ব্র্যাডি কোর্বে। সেরা মৌলিক আবহ সংগীত ও সেরা চিত্রগ্রহণ বিভাগের পুরস্কার জিতেছে ‘দ্য ব্রুটালিস্ট’। আমেরিকান তারকা ডেমি মুরকে হটিয়ে সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। ‘আনোরা’য় নিউইয়র্কের একটি ক্লাবের স্ট্রিপার চরিত্রে দারুণ অভিনয় করেছেন তিনি। মেয়েটি এক রুশ ধনকুবেরের ছেলের সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়ে। এবারের আসরে দুটি করে পুরস্কার জিতেছে ‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘ডুন : পার্ট টু’, ‘অ্যা রিয়েল পেইন’ ও অ্যানিমেটেড ছবি ‘ওয়ালেস অ্যান্ড গ্রমিট : ভেনজেন্স মোস্ট ফাউল’।