ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। প্রথমবারের মতো রুপালি পর্দায় জুটি বাঁধছেন এ দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে। এদিকে বর্তমানে দুই সন্তান নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই কাটছে এ নায়িকার সময়। এরই মধ্যে তিনি জানান তার ‘ভ্যালেন্টাইন’-এর কথা! এক ফেসবুক পোস্টে আগাম বার্তাও জানিয়ে দেন পরী। নায়িকার সেই স্ট্যাটাস দেখে ভক্তমহলেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। তাহলে কি নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি! জানা গেল মূল রহস্য। একটি অনলাইন কেনাকাটার শপে যুক্ত হয়েছেন তিনি, যেখানে মূলত বাচ্চা ও মায়েদের পোশাক পাওয়া যায়।