বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটক স্মরণে নন্দিত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী লিখেছিলেন একটি বিশেষ গান। সেটাও বহু বছর আগে। তবে গানটি প্রকাশের আগেই নির্মাতার পথ ধরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গীতিকবিও। দীর্ঘদিনের অপ্রকাশিত এ গানটির নাম ‘স্মরণে ঋত্বিক’। যা অবশেষে ডানা মেলেছে মুক্তির আলোয়। সম্প্রতি এটি প্রকাশ পেয়েছে। ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবসে গানটির কণ্ঠশিল্পী নাফিস কামাল ঘোষণা দেন যে, কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসে (২২ ফেব্রুয়ারি) গানটির অ্যানিমেটেড ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে অন্তর্জালে। সেই পরিপ্রেক্ষিতে এবার প্রকাশের পালা। নাফিস কামালের কণ্ঠে গানটির সুর করেছেন সৈয়দ কল্লোল এবং সংগীতায়োজন করেছেন তুষার রহমান। নাফিস বলেন, ‘গানটি অনেক আগেই করেছিলাম। এবার অবমুক্ত হবে, ভালোই লাগছে ভেবে।’