‘তোমাকে চাই’ থেকে ‘সাড়া দাও’ কিংবা ‘খোদার কসম জান’-এর মতো গানগুলো যেন অগণিত প্রেমিকের জীবনসংগীত। প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসতে শিখিয়েছে যেসব গান, তার স্রষ্টা কবীর সুমন। বরাবরই স্পষ্টবাদী কবিয়াল প্রেমে পড়েছেন একাধিকবার। লুকাননি কখনো।
কলকাতা শহরে গুঞ্জন ছড়াল, ৭৫-এ পা ফেলেও প্রেমে পড়লেন গানওয়ালা। স্বীকার করলেন প্রেমে আছেন। প্রেমিকার সঙ্গে কাটানো মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, আদর করেন, চুমু খান। কিন্তু কে তাঁর নতুন প্রেমিকা জানালেন সুমন। ভালোবাসা দিবসে এক তরুণীর সঙ্গে ছবি প্রকাশ করলেন কবীর সুমন। ক্যাপশনে লেখা- ‘ভ্যালেন্টাইন ২০২৫’। সুমনের কথায়, ‘এসেছো প্রেম, এসেছো আজ কী মহাসমারোহে’।