গত বছর পূজার সময় মধুমিতা সরকার তাঁর জীবনে নতুন মানুষের আগমনের খবর জানান। দেখতে দেখতে তাঁদের সম্পর্কের বয়স পাঁচ মাস। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে নিজের ভবিষ্যৎ দেখছেন, এমনটাই জানিয়েছেন মধুমিতা। এ পাঁচ মাসে কেমন কাটছে দিন-রাত? কতখানি বুঝলেন প্রেমিককে? প্রেম দিবসে জানালেন মধুমিতা। গত পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গেল’ অভিনেত্রী। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। তারপর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি এ অভিনেত্রী সম্পর্কে। তবে এবার দীর্ঘদিনের বন্ধুর সঙ্গেই প্রণয়ের সম্পর্কে জড়ালেন মধুমিতা। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সমাজ মাধ্যমে দিয়েছেন। এবার প্রেম দিবসের ভালোবাসার মানুষের প্রতি প্রেমের ইশতেহার জানিয়ে লেখেন- ‘এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি।’