ছোট পর্দার সুপার স্টার মেহজাবিন চৌধুরী। নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও এখন ওটিটি, বিজ্ঞাপন ও বড় পর্দার কাজ নিয়ে ব্যস্ত তিনি। ‘প্রিয় মালতী’ সিনেমার পর এবার ‘নীল সুখ’ ওয়েব নিয়ে হাজির হচ্ছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল
ভালোবাসা দিবস উপলক্ষে ‘নীলসুখ’ নির্মিত হলেও কেন ১৮ তারিখ মুক্তি পাচ্ছে?
আসলে ভালোবাসা দিবস উপলক্ষে আমরা অনেক কিছুই মাথায় রাখি। সেটা শুরু হয় ৭ তারিখ থেকেই। ভিন্ন ধরনের রোমান্টিক কাজ নিয়ে আসার চিন্তা থেকেই ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে কাজ করেছি। ভালোবাসা দিবস উপলক্ষে এটি নির্মাণ করা হলেও কয়েক দিন পর মুক্তি পাবে। কারণ, এ দিবসটি উপলক্ষে বহু কনটেন্ট নির্মাণ হয়। সেগুলো যদি একসঙ্গে মুক্তি পায় তাহলে কোনোটাই দর্শক ভালোভাবে দেখতে পারবে না। তাই ভালোবাসা দিবসের কয়েক দিন পর মুক্তি দেওয়ার চিন্তা করেছি।
ভিকির সঙ্গে আগেও কাজ করেছেন...
হ্যাঁ, অনেক কাজ হয়েছে। যার হিসাব আমার কাছেও নেই। তবে ভিকি ভাইয়ের সঙ্গে এটি আমার তৃতীয় ওয়েবের কাজ। আগের দুটি কাজ দর্শক গ্রহণ করেছিল। আমার ফ্যানরা চাচ্ছিল রোমান্টিক কাজে দেখতে। যেহেতু ভ্যালেনটাইন তাই রোমান্টিক কাজটি করেছি।
আপনাদের জুটি মানেই ভয়ংকর কিছু! গল্পে-চরিত্রেও সেই আভাস মেলে। নীল সুখও কি তেমন ধরনের?
ভিকি ভাইয়া যে ধরনের কাজ করেন তাতে স্বাভাবিকভাবে ছুরি-চাকুর ব্যবহার থাকে। কাজ করতে করতে এ ছুরি-চাকু আমারও পছন্দের হয়ে গেছে। এখন যে কাজই করি না কেন ঘুরেফিরে সেই ছুরি-চাকু বা ভয়ংকর বিষয় আসে। যাই হোক, ‘নীল সুখ’-এর গান ও ট্রেলার দেখার পর দর্শক রোমান্টিক কিছুর আভাস পেয়েছেন। তবে পুরো ফিল্মে বেশ কয়েকটি লেয়ার আছে। যারা রোমান্টিক কিছু দেখতে চান তাদের এ কাজটি ভালো লাগবে। আর যারা ভিন্ন কিছু দেখতে চান তাদেরও ভালো লাগবে।
অর্পা চরিত্রটি কেমন ধরনের?
সেটা ১৮ তারিখে প্রকাশ পেলেই বুঝতে পারবেন। চমকই থাক।
মেহজাবিনের কাছে ভালোবাসা মানে কী?
খুবই সহজ। ভালোবাসার ব্যাখ্যা দিতে না পারাটাই হলো ভালোবাসা।
কাজ করতে গিয়ে কোন বিষয়ের ওপর জোর দেন?
আমি আসলে ভালো গল্প, ভালো টিম, ভালো স্ক্রিপ্টের সঙ্গে থাকতে চাই। এখন ভালো কাজ যে মাধ্যমেই আসুক না কেন আমি কাজটি করব। সেটি হোক নাটক বা ওটিটি কনট্যান্ট। প্রিয় মালতী ফিল্ম আকারে এসেছে তাই এটি ফিল্ম। তিন-চার বছর পর যদি এটি নাটক আকারে আমার কাছে আসত সে সময় আমি নাটক হিসেবেই কাজটি করতাম। আমার কাছে মনে হয়, মাধ্যমের চেয়ে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকাটা বেশি ইম্পর্ট্যান্ট।
‘প্রিয় মালতী’ বলে ডাকলে খুশি হবেন?
অবশ্যই! চেষ্টা করেছি স্ক্রিপ্টটা ওইভাবে চুজ করতে, ক্যারেক্টারটা পছন্দ করতে, যাতে দর্শক নতুন কিছু দেখতে পারে। আমার দিক থেকে ১০০ ভাগ চেষ্টা ছিল। ভালো রেসপন্সও পেয়েছি।
ভালোবাসার মানুষকে কবে সামনে আনবেন?
এ ব্যক্তিগত বিষয়টা আপাতত ব্যক্তিগতই থাকুক।