সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী ছিলেন নিশা পাতিল। ২০১৮ সালের কথা। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তাঁর নারী ভক্ত নিশা মৃত্যুর আগে অভিনেতার নামে কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন। নিশা পাতিলের মোট সম্পত্তি ছিল ৭২ কোটি টাকার। এমনকি তিনি ব্যাংকগুলোকে চিঠি লিখে জানিয়েছিলেন, যাতে তাঁর সব কিছু সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হয়। তবে অভিনেতা যেহেতু নিশাকে চিনতেন না, তাই কোনোভাবেই তিনি সেই সম্পত্তি দাবি করেননি। সঞ্জয় জানিয়েছেন, তিনি এমন ঘটনায় অভিভূত হয়ে পড়েন। উল্লেখ্য, বলি অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম সঞ্জয় দত্ত। অভিনয়ের পাশাপাশি একাধিক সিনেমায় প্রযোজক হিসাবেও কাজ করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবিপ্রতি তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। এ ছাড়াও তাঁর রয়েছে একাধিক ব্যবসা।