সম্প্রতি ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা গেল অভিনেত্রী কুসুম শিকদারকে। সিনেমার প্রযোজনায় মন দিয়েছিলেন কুসুম শিকদার। অভিনয়ও করছেন। সম্প্রতি তার প্রযোজিত ও অভিনীত নতুন ছবি শরতের জবা মুক্তি পেয়েছে। এখন কাজ শেষে মুক্ত সময় কাটাচ্ছেন নায়িকা। তাই তো প্রশ্নের মুখে পড়লেন, এবারের ভালোবাসা দিবসের পরিকল্পনা কী কুসুম শিকদারের। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো একটি ইভেন্টে উপস্থিত ছিলেন কুসুম শিকদার। পরনে বিভিন্ন কাজ করা একটি লাল কামিজ। নজরকাড়া সেই পোশাকের সঙ্গে তার রূপও ফুটে উঠেছে ব্যাপক; সঙ্গে খুব খোশমেজাজেই কথা বলছেন তিনি। এ সময় কুসুম শিকদার বলেন, ১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনো কোনো প্ল্যান নেই, সত্যি। এখনো অনেক দেরি আছে। প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।’ প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চান না কুসুম।